সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে এই আবেদন গ্রহণ চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। এ বছর আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। প্রতিটি আবেদনে শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করতে পারবে। একই শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি শিফটের জন্য আবেদন করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।