বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত সিনেমা ‘শেষ বাজি’। মেহেদী হাসান পরিচালিত এ সিনেমাতে নায়কের বিপরীতে রয়েছে শিরিন শিলা।
সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সেই খবর জানাতে গিয়ে এই নায়ক ফেসবুকে লিখেছেন, ‘আমার সবচেয়ে কম সময়ে এবং সেন্সর বোর্ডে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া সিনেমার ছাড়পত্র এটা।’
এই বিষয় নিয়ে সাইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এটা একদম সত্যি ঘটনা। আমার ক্যারিয়ারে এই ছবির মতো আর কোনো ছবি এত দ্রুত শেষ করিনি। মাত্র ৫ মাসের মধ্যেই ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সবচেয়ে ভালো লেগেছে সেন্সর বোর্ড সদস্যদের কাছ থেকে ছবিটি নিয়ে দারুণ প্রশংসা পেয়ে।’
এই নায়ক আরও বলেন, ‘এই ছবির প্রধান শক্তিই এর গল্প। অসাধারণ একটি প্লট নিয়ে ছবিটি হয়েছে। এতে কোনো নায়ক-নায়িকা নেই, আমি এখানে নায়ক নই। যারা অভিনয় করেছেন প্রত্যেকটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। তিনটি গান আছে কিন্তু কোনো গানই প্রেম, ভালোবাসার নয়। একটি সংলাপও নেই যেখানে রোমান্স রয়েছে। কোনো ফাইটিং দৃশ্য নেই। কিন্তু টান টান উত্তেজনা আছে, দর্শক ধরে রাখার শক্তি আছে গল্পে। ছবিটিকে নির্দিষ্ট কোনো ঘরানায় ফেলা যাবে না। সোশ্যাল ড্রামা রয়েছে, তবে পুরোটা জুড়ে নয়। মোটকথা একেবারেই ভিন্ন রকমের ভিন্ন গল্পের একটি ছবি।’
খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। সাইমন সাদিক ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, শিরিন শিলা প্রমুখ।